মিরসরাই প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে মিরসরাই পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে পথসভায় মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মুহাম্মদ মাসুম সহ উপজেলা ও পৌরসভার ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।