কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি)।
কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা প্রাক-প্রাথমিক, নূরানী শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে এই নতুন বই বিতরণ করা হয়েছে। কাপ্তাই ইফা ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দিন, কেয়ারটেকার মো.সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন ও আব্দুল ছালাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। এসময় কাপ্তাই তালপট্টি কেন্দ্রে গন শিক্ষার কেন্দ্র শিক্ষক মো.কবির হোসেন, এলপিসি উৎপাদন কর্মকর্তা মো.আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মো.আহসান উল্লাহ্ চৌধুরী ও ব্যবসায়ী তরিক উল্লাহ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
ওইদিন কাপ্তাই সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন কর্তৃক বই বিতরণ করা হয়।