নতুন সূর্যোদয়ের সাথে ঐক্যবদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশের অপেক্ষায়

জাহেদ কায়সার. প্রিয় চট্টগ্রাম: কালের গর্ভে হারিয়ে গেলো আরো একটি বছর, বিদায় নিলো ২০২৪ সাল। দেশ—বিদেশে কত ঘটনা, হাসি—কান্না, বিষাদ ও উত্তেজনা— সবকিছুকে ছাপিয়ে স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত ইংরেজি ক্যালেন্ডারের নতুন দিন আগত।
স্বগত নতুন বছর ২০২৫ সাল। বিদায়ি বছরটি ছিল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং। এ বছরটিতে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জুলাই — আগষ্ট বিপ্লবে হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয় নতুন বাংলাদেশ।
এছাড়া স্মরণকালের ভয়াবহ বন্যা, শীত, গরমের মতো প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অস্থিরতাও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে একই সময় যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ডলার সংকট মজুতদারির, দ্রব্যমূল্য উর্দ্ধগতিসহ দেশি—বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেও অব্যাহত রেখেছে উন্নয়নের অগ্রযাত্রা। বিদায় বছরে পাওয়া না—পাওয়ার হিসাব চুকিয়ে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা নিয়ে এসেছে ২০২৫। নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা নিয়ে এগিয়ে চলা। পেছনে ফেলে আসা বছরের ভুল, হতাশা, দুঃখ, গ্লানিকে দূরে ঠেলে নতুন উদ্যমে সাহস নিয়ে পথচলা।সভ্যতার ইতিহাস বলে, অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার এই স্পৃহা মানুষকে নিয়ে এসেছে এতদূর। শিক্ষাঙ্গন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানা ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে— এমন প্রত্যাশা দেশের সব মানুষের।
তাই নতুন বছরে নতুন স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।

নতুন সূর্যোদয়ের সাথে ঐক্যবদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশের অপেক্ষায়…।