উদ্ধার করা টিয়া পাখি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ে পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার করা দুইটি টিয়া পাখি বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিনের উপস্থিতিতে টিয়া পাখিগুলো কাপ্তাই জাতীয় উদ‌্যা‌নের সংর‌ক্ষিত ব‌নের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এসময় কামিল্যাছড়ি বিটের বনকর্মী জয়নাল আবেদিন সহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে উদ্ধারকৃত টিয়াপাখি গুলো সুস্থ করে তোলার ব্যবস্থা করে বনবিভাগের সদস্যরা। উল্লেখ্য, সম্প্রতি কাপ্তাই ন্যাশনাল পার্কে একাধিক বার্মিজ অজগর, বন মোরগ, লজ্জাবতী বানর, বনকৌড়ে, টিয়া পাখি সহ উদ্ধার করা বিভিন্ন পশুপাখি অবমুক্ত করা হয়।