মোঃ নজরুল ইসলডম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): হাতি-মানুষ দ্বন্ধ নিরসনে ইআরটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করা হয় রবিবার (২৯ডিসেম্বর) বিকেলে।
বন বিভাগের রেস্ট হাউজ বনফুলে ইআরটি সদস্যদের নিয়ে এই সভা করা হয়। রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী বন সংরক্ষক মো. মাসুম আলম। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার স্বরূপ মহুরী, সহকারী বন সংরক্ষক আবু কাউসার, কাপ্তাই বিট কর্মকর্তা মনিরুল ইসলাম। এসময় সকল বিট অফিসার, কর্মকর্তা, কর্মচারী ও ইআরটি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাতি মানুষ দ্বন্ধ নিরসনে সকলকে সচেতন হতে হবে। বন্য প্রাণী দেশের সম্পদ। এদের সুরক্ষা দেওয়া আপনাদের, আমাদের সকলের দায়িত্ব।