চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘প্রতিটি নাগরিকের সেবা পাওয়ার অধিকার রয়েছে। অথচ আজকেও আমরা কয়েকজন কর্মচারী চিহ্নিত করেছি, যারা কাজ করছে না এবং ফাঁকিবাজি করছে।’
রোববার(২৯ ডিসেম্বর) চসিকের ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন। এ সময় ওই ওয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা নেন তিনি।
তিনি আরও বলেন, ‘আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া অনেকেই ঠিকমতো দায়িত্ব পালন করছে না। এই ধরনের কর্মীদের জায়গায় নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে কাজের মান উন্নত হয়। যারা নাগরিকদের প্রাপ্য সেবা দিতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই, সবাই আন্তরিকভাবে কাজ করুক, কারণ আমি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।’
মেয়র আরও বলেন, ‘আমি প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি। আমার লোকেরা ওয়ার্ডগুলোতে কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা যাচাই করছে। তবে, ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চালিয়েও আমি এখনো পরিচ্ছন্ন কার্যক্রম নিয়ে শতভাগ সন্তুষ্ট নই। এখনো আমার লক্ষ্যের ৩০ থেকে ৪০ শতাংশও অর্জন হয়নি। এটিকে যখন ৮০-৯০ শতাংশে নিয়ে যেতে পারব, তখনই মনে করব আমি সন্তুষ্ট।’
এ সময় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, সহকারী প্রকৌশলী কামাল হোসেন সেলিম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।