জাফর সাদেক চৌধুরী সভাপতি, জামশেদ আলম সম্পাদক নির্বাচিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী সমিতি’৮২/ ১৪তম ব্যাচের কার্যকরী কমিটির বার্ষিক সাধানন সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন গত ২৫শে ডিসেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ফরমুজুল হক ফারুক। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক শীলব্রত বডুয়া। অর্থ সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমিতির অর্থ সম্পাদক মোঃ ইউছুফ। উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে দুটি প্রতিবেদন পাশ হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ শাহ আলম ও সাইফুদ্দিন আহমেদ সাকী। অনুষ্ঠান পরিচালনা করেন এড. নুর নাহার বেগম কুমকুম। ২য় পর্বে সভাপতিত্ব করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ন কমিশনার দীপঙ্কর চৌধুরী কাজল ও মাহবুবা চৌধুরী। এতে ২১টি পদে একক প্রার্থী থাকায় এবং কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রধান নির্বান কমিশনার ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন। নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাফর সাদেক চৌধুরী এবং জামশেদ আলম। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ইউনুস চৌধুরী, তিলক বরণ দে, যুগ্ন সম্পাদক মোঃ ইউছুফ, অর্থ সম্পাদক কবির আহমদ মজুমদার, দপ্তর ও প্রচার সম্পাদক রোকেয়া আকতার ডলি, সমাজকল্যাণ সম্পাদক গৌরী সেন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক গাজী ফখরুদ্দিন আহমেদ রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লোকমান, আপ্যায়ন সম্পাদক মাহফুজুল হক, আইন বিষয়ক সম্পাদক এড. মাহব্বুুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক এড. নুর নাহার কুমকুম কার্যকরী সদস্য রাশেদ মনোয়ার, এস.এম. হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সাইফুদ্দিন আহমদ সাকি, শাহীন সুলতানা কাজল, প্রফেসর ফরমুজুল হক ফারুক, শীলব্রত বড়ুয়া, এনামুল হক, সিরাজুন নাহার রুমা প্রমুখ। সভার শুরুতে সমিতির প্রয়াত সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করা হয় এবং প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া এবং মোনাজাত করেন সাইফুদ্দিন আহমদ সাকি।
সভায় বক্তারা বলেন সমিতি বিগত দিন অনেক ভালো কাজ করেছে বিশেষ করে সমিতির অসুস্থ বন্ধুদের পাশে দাঁড়ানো। মরহুম সদস্য বন্ধুদের পরিবারের খবরাখবর নেয়া, বার্ষিক আনন্দভ্রমণ, সদস্য বন্ধুদের পারিবারিক আযোজনে অংশগ্রহণ, ইফতার মাহফিল, গুণীজন, কৃতীশিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক প্রকাশনা গ্রন্থ প্রকাশ, আজীবন সদস্য বৃদ্ধি সহ বিভিন্ন আয়োজন সফলতার সাথে সম্পন্ন করেছে। যা সত্যি প্রশংসাযোগ্য। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন সমিতির কার্যক্রম ভবিষ্যতে আরো বেগবান হবে।