সাতকানিয়ায় নতুন করে পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ ৭ আক্রান্ত

সাতকানিয়া প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও দুইজন স্বাস্থ্যকর্মী রয়েছে বলে জানা গেছে। করোনা আক্রান্ত হওয়া অন্য তিন জনের মধ্যে একজন নারী রয়েছেন। নতুন ৭ জনসহ সাতকানিয়ায় এ পর্যন্ত ২৬ জন করোনা আক্রান্ত হলেন। এক বৃদ্ধ মারা গেছেন।
এছাড়া সরকারি হাসপাতাল থেকে করোনার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উপজেলার মাদার্শা ইউনিয়ের একই পরিবারের ৭ জনসহ ১৩ জন। শুক্রবার (৮ মে) চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটি ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ৪০টি করোনা পজিটিভ হয়।
এদের মধ্যে সাতকানিয়ার ৭ জন শনাক্ত হয়।
নতুন করে ৭ করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে, ট্রাফিক পুলিশ সদস্য (৫৫), জেলা পুলিশ সদস্য (২৪), উপজেলা স্বাস্থ্য কেন্দ্র তুলাতলীর উপকেন্দ্রর স্বাস্থ্য কর্মী(৩৪), বাজালিয়া স্বাস্থ্য উপকেন্দ্রের কর্মচারী (৩৮), সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখিলের কিশোরী (২২), সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা (২৪) ও পশ্চিম গাটিয়াডাঙ্গার বাসিন্দা (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম।