শফিউল আলম, রাউজানঃ রাউজানে সাবেক প্রয়াত বিএনপি নেতার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় সাবেক ইউপি সদস্য মো. ফিরোজ আহম্মদ সহ হলদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ জড়িত বলে দাবি করছেন হামলার শিকার প্রয়াত বিএনপি নেতা শামসুল আলমের পরিবারের সদস্যরা।
আহতরা হলেন, মো. ইলিয়াছ (৪৮), মো. ইদ্রিস (৪৪), মো. আবদুল আজিজ (৪২), নুর নাহার বেগম (৭০)। এছাড়া আরও দুই শিশু আহত হয়েছে বলে দাবি করা হয়। আহতদের দাবি, তাদের পিতা প্রয়াত পিতা বিএনপি নেতা ছিলেন। তিনি সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি করতেন। আহত আজিজ বলেন, আমার পরিবারা দীর্ঘ ১৭ বছর রাউজানে আসতে পারেন নাই। ০৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর তিনভাই প্রবাস থেকে দেশে আসেন। গত এক সপ্তাহ আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাতেহার আয়োজনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ’র পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
এই ঘটনায় হামলার শিকার মো ইলিয়াছ বাদি হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক ইউপি সদস্য মো. ফিরোজের ছেলেসহ ১০ জনের নাম উল্লেখ করে আরও ৮-১০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
এদিকে শনিবার (২৮ ডিসেম্বর) হামলায় আহতদের দেখতে যান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক, বিএনপি নেতা দুলাল, যুবদল নেতা মঈনুদ্দিন বিপুল, ছাত্রদল নেতা ওমার ফারুক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। এদিকে অভিযুক্তদের কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাউজান থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী অফিসার মুসলেম উদ্দিন উদ্দিন বলেন, জানিপাথর এলাকায় হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।