পটিয়ায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিএনপি নেতা শাহনেওয়াজ মন্টু’র মৃত্যুবার্ষিকী পালিত

পটিয়া উপজেলা বিএনপির রূপকার ও সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহনেওয়াজ মন্টু’র ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পটিয়া উপজেলা ও পৌরসভার সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ যৌথ উদ্যোগে ২৮ ডিসেম্বর (শনিবার) দুপুর ১২ ঘটিকায় পবিত্র খতমে কোরআন, এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার, পটিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, পটিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, কলিম উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি রবিউল হোসেন রবি, পটিয়া সরকারি কলেজের সাবেক সভাপতি নুরুল হক, সাবেক ছাত্রনেতা মনু মেম্বার, মামুন সিকদার, নাজিম উদ্দিন, শওকত আলী, দিল মোহাম্মদ, ফোরকান উদ্দিন, নুরুল আলম মধু, আজগর আলী, ধীমান বড়ুয়া, খলিল মীর কলেজের সভাপতি রুবেল হোসেন, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা নাঈম, হুলাইন সালেহ নুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ্ আলম, পটিয়া সরকারি কলেজের সাবেক সহ-সভাপতি নাজমুল, সাবেক ছাত্রদল নেতা খোকন শাহ্, সাবেক ছাত্রনেতা শামশুল ইসলাম, জাফর ফারুকী, সেলিম মাস্টার, এস.এস. সুমন, ইফতেখার, পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাঈদ উদ্দিন সাব্বির, মোঃ আজিজ, ১৫নং ছনহরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক প্রমুখ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ত্রাস, মাদক ও দখলদারিত্বমুক্ত একটি আধুনিক পটিয়া গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ পটিয়া উপজেলা ও পৌরসভার সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ দৃঢ় শপথ গ্রহণ করেছে।