এসআরবিএস-চট্টগ্রাম জেলা শাখা গঠনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নদী বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানকে বুকে ধারণ করে পথচলা “সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটি (এসআরবিএস)”- চট্টগ্রাম জেলা শাখা গঠনকল্পে প্রস্তুতি সভা কাজির দেউড়ির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আ.ফ.ম বোরহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সদস্যদের করণীয় ও কার্যক্রম নিয়েও আলোকপাত করা হয়। দীর্ঘ পনের বছরের পথচলায় সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটি (এসআরবিএস) প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন চট্টগ্রাম জেলার আহ্বায়ক লেখক-সাংবাদিক ও নন্দিত সংগঠক আবদুল্লাহ মজুমদার, সাংবাদিক ও সংগঠক শাহজালাল, সমাজসেবী ও সংগঠক মো. সাজ্জাদ উদ্দিন, বিশিষ্ট কলামিস্ট ও আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. সেলিমুজ্জমান মজুমদার, সমাজসেবক ও সংগঠক মোহাং তানবীর উদ্দিন, বিশিষ্ট সংগঠক নোমান উল্লাহ বাহার, সাংবাদিক ও সমাজসেবক রহমান হাবীব, সংগঠক মো. বখতিয়ার হোসেন, আমির হোসেন আতিক প্রমুখ।