রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রুবেল (২৬)। সে একই এলাকার মো. রফিকের ছেলে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, রুবেল সিসি ক্যামেরায় ওয়াইফাই সংযোগের কাজ করছিলেন। দুর্ঘটনাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।