মানুষের ঈমান-আক্বিদা আজ হুমকির মুখে

কোরআন-সুন্নাহর যথার্থ তাফসীর জাতির সামনে তুলে ধরতে না পারায় মানুষের ঈমান-আক্বিদা আজ হুমখির মুখে। আত্মঘাতী সহিংসহতায় নিরীহ মানুষ আজ সন্ত্রস্ত। আজ নিরীহ শিশু, অবুঝ সন্তানদের পর্যন্ত নির্মমভাবে জবাই ও খুন করা হচ্ছে। মানুষ-মানুষে বৈষম্য ও বঞ্চনা আজ প্রকট হয়ে উঠেছে। দেশে লাখো কোটি মানুষ আজ চরম দারিদ্র্যে ধুঁকছে। ফলে জনজীবন হয়েউঠেছে দুর্বিষহ। ব্যক্তিজীবনে ইসলামের যথার্থ অনুশীলন এবং কোরআন-সুন্নাহর চর্চা না থাকার কারণে আজ মানুষের মনন-চিন্তায় জিহালত গ্রাস করেছে।

নগরীর কোতোয়ালি, সদরঘাট, ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর, বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ড উদ্যাগে আগামী ১০-১১ জানুয়ারী, শুক্র ও শনিবার ঐতিহাসিক লালদিঘী ময়দানে ২ দিনব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের দাওয়াতী কার্যক্রমে অংশ নিয়েছেন পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল প্রস্তুুতি কমিটির আহবায়ক পীরেত্বরিকত মাওলানা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, সদস্য সচিব পীরজাদা মাওলানা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, এম. সোলায়মান ফরিদ, ,মাওলানা ইউনুচ তৈয়বী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা আবদুন নবী আল কাদেরী, নাছির উদ্দিন মাহমুদ, সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান চৌধুরী, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মাওলানা আবু ছাদেক রেজভী, হানিফ সওদাগর, মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, মাওলানা সৈয়দ ফারুকে আজম রেজভী, সৈয়দ মুহাম্মদ খসরু রেজভী তৌসিফি, মুহাম্মদ ফোরকান উদ্দিন রেজভী, মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সায়েম রেজা, মনির উদ্দিন প্রমুখ।