সেইভ দ্যা হাঙ্গার পিপল’র উদ্যোগে এতিম-প্রতিবন্ধী ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ

প্রতি বছরের মত এবারো শীত মৌসুমে দুস্থ, এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সামাজিক সংগঠন সেইভ দ্যা হাঙ্গার পিপল দীর্ঘদিন যাবৎ সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে আসছে।

তারই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মোঃ আবদুল নুর এর সার্বিক সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় মোঃ আবদুল নুর বলেন, মানুষ সৃষ্টি সেরা জীব হিসেবে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। শীত আসলে দেখা যায় রাস্তার পাশে শুয়ে আছে গৃহহীন মানুষ।

শীতে কাপছে বা না খেয়ে শুয়ে পড়েছে এবং মানবসেবা করার জন্য বৃত্তবানদের এতিম, দুস্থ, গরীবদের মাঝে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়ার আহবান এবং সেইভ দ্যা হাঙ্গার পিপলের সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. সোহেল হক, সমাজসেবক গিয়াস উদ্দিন চৌধুরী, অপরাজেয় বাংলাদেশ এর ইনচার্জ জিন্নাত আরা বেগম, মো. জাহাঙ্গীর আলম, মো. দিদারুল আলম সাগর প্রমুখ।