কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ পর্যটক নিখোঁজ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি)।
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা প্রায় দেড়টায় উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোর হলো প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। তারা উভয়ে মাসিতো ভাই। নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে চট্টগ্রামের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলের ঘরের নাতি। নিখোঁজ কিশোর প্রিয়ন্ত দাশের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার বর্ণনা দিয়ে নিখোঁজের সাথে থাকা বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন একসাথে চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে নদী পথে কাপ্তাই ভ্রমনে যায়। এরপর তারা কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। গোসলে নেমে ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। নদীতে নামার পূর্বে তারা মাদক সেবন করেছিল বলে সালমান জানিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ২টা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে উদ্ধার চালাচ্ছে কাপ্তাই ফায়ার ব্রিগেড সদস্যরা। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে কাজ চলছে। বিকেল ৫টায় এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।