শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ‘হিলফুল ফুযুল একতা সংঘ’র আত্মপ্রকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে সামাজিক সংগঠন খাগরিয়া গণি পাড়া হিলফুল ফুযুল একতা সংঘের আত্মপ্রকাশ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

মোহাম্মদ হেলাল ও মাস্টার জামাল হোসেনের যৌথ সঞ্চালনায় এবং ইউনিয়ন জামায়াত সভাপতি জনাব আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব আব্দুল খালেক মেম্বার (সাবেক ৮নং ওয়ার্ড গণি পাড়া)। প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মাষ্টার সিরাজুল ইসলাম (আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাঙ্গু সাংগঠনিক থানা) এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফেজ এয়ার মোহাম্মদ (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক) বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঙ্গু সাংগঠনিক থানা।

এছাড়া বিশেষ অতিথি হিসবে ছিলেন মাওলানা আবুল বশর, মাওলানা মাসুম, মাওলানা আব্দুস ছফুর, মোহাম্মদ আরিফুল ইসলাম এবং হাফেজ ইরফানুল হক। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন- মোহাম্মদ সেলিম, মাঈনউদ্দিন হাসান, এ কে এম মাঈনউদ্দিন উদ্দিন এবং মোহাম্মদ জোবায়ের মোঃ আমান, মোঃ সাকিব , মাহেদী আজম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মানবিক সমাজ গঠনে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের গঠন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। পরে অনুষ্ঠানে উপস্থিত শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।