চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যানজটে অতিষ্ঠ মানুষ

শফিউল আলম, রাউজান ঃ, চট্রগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হাটহাজারী বাস ষ্টেশন থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত ১৮ কিলোমিটার দৈর্ঘ ৮০ ফুট প্রশস্ত করে ৪ লেইন করে নির্মান করেন সড়ক ও জনপথ বিভাগ । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, উত্তর রাঙ্গুনিয়া পাবর্ত্য চট্টগ্রামের কাউখালী উপজেলা, রাঙ্গামাটি এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়া ও দেশের বিভিন্ন এলাকা থেকে রাঙ্গামাটি পর্যটন এলাকা দেখতে পর্যটকরা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে যাতায়াত করেন । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে প্রতিদিন পণ্য বাহি ট্রাক পাবর্ত্য জেলা থেকে কাঠ, বাশঁ, ফল, তরিতরকারী, ট্রাক ও জীপে করে পরিবহন করেন। সড়কের যানজট নিরসনে হাজার হাজার মানুষের দুভোগ লাঘবে, পণ্যবাহি ট্রাক দ্রুত সময়ে গন্তব্যস্থলে পৌছতে সড়কটি ৬শত ১৮ কোটি টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার দৈর্ঘ, ৮০ ফুট প্রশস্ত করে নির্মান করেন সড়ক ও জনপথ বিভাগ । সড়কের নির্মান কাজ শেষ হলে ও, ৮০ ফুট প্রশস্ত চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের বিভিন্ন স্পটে সড়কের বেশীর ভাগ সি,এন, জি অটোরিক্সা, জীপ, বাস সড়কের উপর অবৈধভাবে পার্কিং করে রাখা, সড়কের উপর বাজার বসানোর ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়ে আসছে। প্রতিনিয়ত যানজটের ফলে সড়কে হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে । পণ্যবাহি ট্রাক সঠিক সময়ে গন্তব্যে পৌছানো সম্ভব হয়না ।
চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের প্রবেশমুখ হাটহাজারী বাস ষ্টেশন এলাকায় সড়কের পাশে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা পার্কিং ও যাত্রীবাহি বাস পাকিং করে রাখায় হাটহাজারী বাস ষ্টেশন এলাকায় প্রতিদিন বড়ধরনের যানজট সৃষ্টি হয়ে শত শত যাত্রীবাহি বাস, কার, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সা আটকা পড়ে। এতে ঘন্টার পর ঘন্টা যানজটের ফলে হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় । হাটহাজারী উপজেলার ইছাপুর বাজারে সড়কের দুপাশে বাজার বসায় যানজটের সৃষ্টি হয় । এছাড়া ও রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের জলিল নগর বাস ষ্টেশন, মুন্সির ঘাটা,রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের গহিরা চৌমুহনী এলাকায় সড়কের উপর অবেধভাবে বাস, জীপ, সিএনজি অটোরিক্সার পার্কিং করে রাখায় প্রতিনিয়ত যানজট হয়ে পথচারী, যাত্রীদের চলাচলে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে । সড়কের উপর এলোপাতারী বাস, জীপ, ট্রাক, সিএনজি অটোরিক্সা পাকিং করে রাখায় প্রতিনিযত ঘটছে দুর্ঘটনা । সড়কের উপর অবৈধবাবে যানবাহন পার্কিং করে রাখায় সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, স্কুল কলেজ, মার্দ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্টানে আসা যাওয়ার সময়ে চরম ভোগান্তির শিকার হতে হয় । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের জলিল নগর বাস ষ্টেশনের পুর্বে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে ৪ লেইন সড়কের কাটা ডিভাইডার দিযে যানবাহন সড়ক পারাপারের সময়ে সড়কের এলোপাতারী বাস পাকিং করে রাখায় কয়েকটি দুঘটনার শিকার হয়ে শ্রমিক নেতা নুরুল আলমও শিশু সহ ১০ ব্যক্তি মারা যায় গত এক বৎসরের মধ্যে । রাউজান জলিলনগর বাস ষ্টেশনের পাশে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির মালিখানাধীন যাত্রীবাহি বাস রাখার জন্য ষ্ট্যান্ড থাকলে ও যাত্রীবাহি বাস গুলো তাদের নিজস্ব স্ট্যন্ডে না রেখে জলিল নগর বাস ষ্টেশনে সড়কের দুপাশে সারি সারি করে যাত্রীবাহি বাস, জীপ, সিএনজি অটোরিক্সা পাকিং করে রাখা হয় । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজানের বিভিন্ন স্পটে সড়কের ্এলোপাতারী গাড়ী পাকিং করে রাখা প্রসঙ্গে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসিকে কয়েকদপে ফোন করা হলে ও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।