বোয়ালখালীতে ডোবায় ডুবে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ডোবায় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত্যুবরণকারী শিশুর নাম রিশাত (৪)। রিশাত আকুবদণ্ডী গ্রামের মো.রিপনের মেঝ ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন মারজান গণমাধ্যমকে বলেন, শিশু রিশাতকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।