‘চবি ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অফিস ও অঙ্গন পরিস্কার রাখুন’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে নিজ নিজ অফিস ও অঙ্গন পরিস্কার রাখার আহবান জানান চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে চবি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যবর্ধন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করার সময় তিনি এ আহ্বান জানান।

চবি উপাচার্য বলেন, চবির প্রাকৃতিক নৈসর্গিক সবুজ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। ইতোমধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিনকে আহবায়ক করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যবর্ধন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির তত্বাবধানে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার কাজ চলছে। মাননীয় উপাচার্য চবি ক্যাম্পাসকে বাসযোগ্য ও আনন্দদায়ক করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা রাখার আহবান জানান এবং ডাস্টবিনের যথাযথ ব্যবহারে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে চবি মাননীয় উপ- উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য জনাব এস.এম. ফজলুল হক উপস্থিত ছিলেন।