চবি’র আধুনিক ভাষা ইনস্টিটিউটের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

চবি আধুনিক ভাষা ইনস্টিটিউট, আলিয়ঁস ফ্রঁসেজ ডি চিটাগং ও ফ্রান্স দূতাবাসের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাস মিশনের উপ প্রধান Mr. Guillaume AUDREN de KERDREL এবং আলিয়ঁস ফ্রঁসেজ ডি চিটাগং এর পরিচালক Mr.Bruno Lacrampe রোববার (৮ ডিসেম্বর) দুপুর ০৩:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ।

এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব মনজুরুল আলম, জনাব ইব্রাহীম হোসেন ও জনাব সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাস মিশনের উপ প্রধান Mr. Guillaume AUDREN de KERDREL এবং আলিয়ঁস ফ্রঁসেজ ডি চিটাগং এর পরিচালক Mr.Bruno Lacrampe কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মাননীয় উপাচার্য আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা শিক্ষাসহ বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা অব্যাহত রাখায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

উল্লেখ্য, এ সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আলিয়ঁস ফ্রঁসেজ ডি চিটাগং এর পক্ষে Mr.Bruno Lacrampe ও ফ্রান্স দুতাবাস মিশনের পক্ষে মিশনে নিযুক্ত উপ প্রধান Mr. Guillaume AUDREN de KERDREL স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারকটি ফ্রান্স দূতাবাস বাংলাদেশ (ইএফবি), আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) ও আলিয়স ফ্রঁসেজ ডি চিটাগাং (এএফসি)-এর মধ্যকার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে চবি শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান এবং ফরাসি ভাষা ও সংস্কৃতির উপলব্ধি বৃদ্ধি করবে।