ডিসেম্বর বিজয়ের মাস শুরু

ক্যালেন্ডারের নিয়ম মেনেই আবার হাজির বিজয়ের মাস ডিসেম্বর। একাত্তরের ডিসেম্বরে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি। অর্জন করে নিজস্ব ভূখণ্ড, আর সবুজের বুকে লাল সূর্যখচিত নিজস্ব জাতীয় পতাকা। এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় ১৬ ডিসেম্বর।

রূপকথা নয়, একদিন সকালে ঘুম থেকে উঠে পাওয়া কোনো উপহার নয়। লাখ লাখ মানুষের প্রাণ, ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে রক্তের প্রবাহ আর নারী-পুরুষের ত্যাগে অর্জিত হয় বিজয়।

শুরুটা হয়েছিল ভাষার অধিকারের দাবিতে। এরপর ক্রমাগত স্বাধীনতার দিকেই এগিয়ে চলা। ১৯৭১ সালের মার্চ ছিল বাংলাদেশের জন্মমুহূর্তের লগ্ন, বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনের মুহূর্ত। বাংলাদেশের জন্ম ওই অগ্নিঝরা মার্চেই।

অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এভাবেই ডিসেম্বর বাঙালির অনুভূতির সঙ্গে মিশে গেছে। ডিসেম্বর এলেই তাই আপনা আপনি উচ্চারিত হয় বিজয়।

প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আলাদা কর্মসূচি পালন করবে।