ক্লিন বাংলাদেশ এবং Desperately Seeking Chittagong’র কর্মপরিকল্পনা সভা সম্পন্ন

ক্লিন বাংলাদেশ এবং Desperately Seeking Chittagong এর যৌথ উদ্যোগে একটি চা চক্র ও আগামির কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরের চকবাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, ক্লিন বাংলাদেশ এর সভাপতি শওকত হোসেন জনি, টিম লিডার তানভীর, কবি আরিফ মোর্শেদ, ‘Desperately Seeking Chittagong’ এর এডমিন হুসাইন সগির রিফাত, এডমিন মো: জুনাইদ খান প্রমুখ।

উক্ত সভায় চলমান শীতে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।