আধুনিক প্রযুক্তি ও উন্নততর মডেলিং সিস্টেম প্রয়োগের মাধ্যমে সমুদ্র ও সামুদ্রিক পরিবেশের গভীর বিশ্লেষণ, পূর্বাভাস এবং সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) কর্তৃক আয়োজিত “Oceanic Regional Modeling with CROCO-ROMS” বিষয়ে গত বুধ-বৃহস্পতিবার দুইদিনব্যাপী (২৭—২৮ নভেম্বর ২০২৪) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন। তিনি বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪) বিকেল ৩.৩০ টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। ২ দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেছেন আন্তর্জাতিক সামুদ্রিক মডেলিং বিশেষজ্ঞ ও ফরাসি সরকারী সংস্থা এক্সপেরটিজ ফ্রান্স থেকে আমন্ত্রিত ড. টোনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো।
সমাপনী পর্বে সকলকে ধন্যবাদ জানিয়ে চবি উপাচার্য বলেন, সফলভাবে অনুষ্ঠিত এ কর্মশালা সামুদ্রিক গাণিতিক মডেলিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, CROCO (Coastal and Regional Ocean COmmunity model) এবং ROMS (Regional Ocean Modeling System) একত্রে ব্যবহার করে আমরা সামুদ্রিক পরিবেশের পরিবর্তনগুলো আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারি। আমাদের গবেষক ও শিক্ষার্থীরা এই অত্যাধুনিক মডেলিং সিস্টেম শিখে শুধুমাত্র জ্ঞান অর্জন করবেন না, বরং স্থানীয় ও আন্তর্জাতিক স্তরে পরিবেশগত সমাধান প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে কর্মশালাটি জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের গবেষণার জন্য নতুন পথ সৃষ্টি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক সামুদ্রিক মডেলিং বিশেষজ্ঞ ও ফরাসি সরকারী সংস্থা এক্সপেরটিজ ড. টোনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চবি আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। চবি আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের সমন্বয়ক চবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের পরিচালনায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন চবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোসাইন।
চবি মেরিন সায়েন্সেস ও ফিশারিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত ১০টি বিভাগ ও ইনস্টিটিউটের ৩০ জন উদ্দীপ্ত প্রশিক্ষণার্থী সামুদ্রিক আঞ্চলিক গাণিতিক মডেলিংয়ের ক্ষেত্রে তাদের জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ২ দিনের এ কর্মশালাটি সামুদ্রিক গাণিতিক মডেলিংয়ের ওপর একটি সাধারণ পরিচিতি দিয়ে শুরু করে অংশগ্রহণকারীদের সিমুলেশন কনফিগারেশন, নেস্টেড কনফিগারেশন তৈরি ও ইন্টারঅ্যানুয়াল সিমুলেশন করতে হাতেকলমে বিভিন্ন সেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন। এ ব্যবহারিক সেশনগুলো অংশগ্রহণকারীদের নিজস্ব সামুদ্রিক গাণিতিক মডেলিং পরিচালনার জন্য প্রয়োজনীয় স্কিল এবং জ্ঞান প্রদান করতে সহায়ক হবে।