“দেশকে এগিয়ে নিতে সংস্কৃতির চর্চা অপরিহার্য”

আমার দেশ পত্রিকার রিজোনাল চীফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি বলেছেন, “দেশকে এগিয়ে নিতে সংস্কৃতির চর্চা অবশ্যই অপরিহার্য। কারণ যে দেশে সংস্কৃতির চার্চ নেই, সেই দেশ ও দেশের মানুষ কখনোই এগিয়ে যেতে পারে না। আমারা সকলেই হুড় করে বড় হয়ে যেতে চাই অভ্যাসটা পরিহার করতে হবে। যে কাজ হউক শ্রম ও সাধনা না থাকলে সে কাজে কোন দিনও আমরা সফল হলে পারবো না। এই বিষয়টার জন্যই আমাদের প্রত্যেক পাড়া-মহল্লায় সাহিত্য, সংস্কৃতিক ও ক্রীড়া চর্চার পাশাপাশি বিবেকবান আদর্শ মানুষ হতে হবে। তবেই একটি আদর্শ পরিবার, আদর্শ সমাজ ও আদর্শ রাস্ট্র গড়ার সহায়ক ভূমিকা হতে পারে।”

২৫ নভেম্বর মঙ্গলবার নগরীর “উইন্ড অব চেইঞ্জে” রেস্টুরেন্টে আন্তর্জাতিক বিশ্বতানের গভার্মেন্ট বডির দ্বি-বার্ষিক কমিটি সভা ও বিজয় উৎসব প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার রিজোনাল চীফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান (এইচআর, এডমিন ও কমপরেন্সয়েন্স) লায়ন জি.এম. সাইদুর রহমান মিন্টু, সিনিয়র সভাপতি (মানবাধিকার কর-অঞ্চল) আবদুল নূর, ঋড়ঁহফবৎ ঝবহমঁরহব ঢ়ষঁং পড়ধপযরহম পবহঃবৎ ধহফ ঐজ উরৎবপঃড়ৎ, ঙচঐঊখওঅ (ঝউএ ুড়ঁঃয ভড়ঁস ঠরপব চৎবংরফবহঃ) লায়ন সাজ্জাত, প্রসিডেন্ট ডিস্ট্রিক্ট কমিটি ও সেচ্ছাসেবী ঐক্য ফোরামের কমিটি সদস্য লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ, গাজী টেলিভিশনের সাবেক ডেপুটি ইনচার্জ আই সি সি (ওঈঈ) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বরণ্য উপস্থাপক এম নাজমুল ইসলাম, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক সাংবাদিক আরিয়ান লেনিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী আবু সুফিয়ান ও ঢ়ধৎঃহবৎ-উঙঅঝ সামশুল হুদা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী ও খ্যাতনামা সংস্কৃতি সংগঠক নরেণ সাহার সভাপিতত্বে উক্ত সভার সঞ্চালনা ও সার্বিক সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক স্বপ্না জিমি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চ পদস্থ ও সাধারণ কর্মকর্তাসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।