মাস্ক পরা অবস্থায় আইফোনে ফেইস আইডি ফিচার ব্যবহার করা যাচ্ছে না। চেহারার অর্ধেক অংশ মাস্কে ঢাকা থাকায় ব্যবহারকারীকে চিনতে পারছে না ফোনের ফেইস আইডি ফিচার।
এমন অবস্থায় মাস্ক খুলে ফেইস স্ক্যান করে তারপর ফোন আনলক করতে হচ্ছে। এই সমস্যা সমাধান দিতে আইওএস ১৩.৫ বেটা সংস্করণে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। আপডেট সংস্করণটি ব্যবহার করলে ফেইস মাস্ক সংক্রান্ত সমস্যা এড়ানো যাবে।
অ্যাপলের কয়েকজন ডেভেলপার জানিয়েছেন, ফোনের স্ক্রিন সোয়াইপ আপ করলে এখন ফেইস আইডির পাশাপাশি পাস কোড এন্টারের অপশন দেখানো হবে। তাই ফেইস আইডির বদলে পাসকোড দিয়েই আইফোনের লক খোলা যাবে।
কবে নাগাদ আপডেটটি আইফোনে পৌঁছাবে তা জানা যায়নি।
মাস্ক পরলে করোনাভাইরাস থাকা বাঁচা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে ব্যবহারকারীর শরীরে ভাইরাস থাকলে তা থেকে অন্যদের আক্রান্ত হওয়ার আশংকা কমায় মাস্ক।