মুমতাহিনা রিবু
কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির গল্পগ্রন্থ “আন্দোলন অথবা কুড়ি আর চারের যোগফল”২০২৪ সালের গণঅভ্যুত্থানকেন্দ্রিক ছোটগল্প। এ গল্পগ্রন্থে ১৪টি গল্প স্থান পেয়েছে। আঙ্গিকে ছোট হলেও গল্পগুলির বিশেষত্ব অসাধারণ। গল্পগুলিতে স্থান পেয়েছে গ্রামীণ সমাজ থেকে শুরু করে শহরে জীবন ও আন্দোলনের উত্থাল দিনগুলির চমৎকার আলেখ্য। গল্পগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে শুরুর ঢংটা অসাধারণ। আমরা জানি ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য হলো আকস্মিকভাবে গল্প শুরু হয়ে পাঠক যখন গল্পের মধ্যে ডুবে যাবে তখন গল্পের শেষটা হয়।
পাঠকের আরো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে। এই গল্পগ্রন্থের গল্পগুলিতে জসিম উদ্দিন মনছুরি গল্পের শুরু ও শেষে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। ফলে তার গল্পগুলি হয়েছে অতি উঁচুমানের। ভাষার দক্ষতা, গল্পের প্লট, চরিত্র নির্মাণ, বিষয় নির্বাচনে তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। গল্পগ্রন্থের প্রথম গল্প মহাপ্লাবন । গল্পে তিনি ভিনদেশের আধিপত্যবাদকে তুলে ধরেছেন। শুষ্ক মৌসুমে উজানে নদীতে বাঁধ দিয়ে পানি বঞ্চিত করা এবং বর্ষা মৌসুমে নদীর বাঁধ কেটে দিয়ে পানিতে ডুবিয়ে মারা স্বভাবটা প্রতিবেশী দেশের আজন্ম স্বভাব।
তিনি মহাপ্লাবন গল্পে এসব বিষয়কে অতি চমৎকারভাবে তোলে এনেছেন। গল্পটি ভাষাগত দক্ষতা চরিত্র নির্মাণ, বিষয়ের বিশেষত্বে অতি চমৎকার গল্প হয়ে উঠেছে। কিস্তি গল্পে দরিদ্র মানুষেরা ঋণের বেড়াজালে আবদ্ধ হয়ে যেভাবে ক্ষতবিক্ষত হয় তার চিত্র চমৎকারভাবে চিত্রায়িত করেছেন। এ গল্পে আঞ্চলিক ভাষার ডায়লগ গল্পকে বিশেষ মর্যাদা দিয়েছে। গ্রামীণ জনপদের মানুষগুলি যেভাবে এনজিওর শোষণের শিকার হয় সেই চিত্রটা এখানে লেখক শিল্প সকলভাবে উপস্থাপন করেছেন। গল্পের প্রধান চরিত্র কাজল মাঝির রূপকে কিস্তির বেড়াজালে আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠীর সীমাহীন দূর্দশার কথা বর্ণিত হয়েছে। কিস্তি দিতে না পারায় কাজল মাঝির বউ শেফালির দেহ বিলিয়ে দেওয়ার চরম বাস্তবতা তুলে ধরেছেন তিনি। মাছিবুনু গল্পে দেশবিরোধী চুক্তি করে দেশের সার্বভৌমত্বকে বিলিয়ে দেয়ার চরম বাস্তবতা উপস্থাপিত হয়েছে। স্নেহ গল্পে ছেলের প্রতি বাবার অফুরন্ত স্নেহ ভালবাসার স্বর্গীয় রূপ তুলে ধরা হয়েছে। জলের কান্না গল্পে পানির অপব্যবহার ও কল দিয়ে পানি উত্তোলন করার ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় জলের হাহাকারের কথা অনিন্দ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শিরোনামহীন মুক্তিযোদ্ধা গল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অমূল্যায়ন করে কপট মুক্তিযোদ্ধাদের সম্মান – শ্রদ্ধায় লেখক ক্ষুব্ধ হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা কাহিনী বর্ণনা করেছেন। কালো টাকা গল্পে সরকারি আমলা ও কর্মচারীদের ঘুষের লেনদেনের মাধ্যমে দফারফা করার চিত্র বর্ণিত হয়েছে। তালাক গল্পে তুচ্ছ বিষয় নিয়ে কিভাবে সংসারে অশান্তি নেমে আসে; তালাকের পর্যায় পর্যন্ত গিয়ে সংসার বিচ্ছেদ হয়ে যায়। এসব খুঁটিনাটি বিষয় তালাক গল্পে লেখক সফলভাবে তুলে এনেছেন।
রাজনীতির অপছায়া গল্পে রাজনীতিবিদদের দ্বন্দ্ব ও রেষারেষির কারণে দেশে যেভাবে ভয়াবহ বিপর্যয় নেমে আসে তার আলেখ্য লেখক তুলে এনেছেন। মায়ারাক্ষুসী গল্পে পরিবারের মুরুব্বী দাদী – নানীদের নাতি-নাতিনদের প্রতি স্নেহ মমতার যে বহিঃপ্রকাশ তার চিত্র সফলভাবে ফুটিয়ে তুলেছেন। আন্দোলন অথবা কুড়ি আর চারের যোগফল গল্পগ্রন্থের গল্পগুলি আঙ্গিকে ছোট হলেও বিষয়বস্তুর দিক দিয়ে অনেকটা শিক্ষনীয় বিষয় রয়েছে। ভাষাদক্ষতা , প্লট , চরিত্র নির্মাণ, বিষয় ভাবনায় গল্পগুলি কালোত্তীর্ণ হবে বলে দৃঢ় বিশ্বাস। গল্পগ্রন্থের গল্পগুলিতে গ্রামীণ সভ্যতা- সংস্কৃতি, শহরে জীবনের কৃত্রিমতা, ভিনদেশের আধিপত্য, রাজনীতিবিদদের দ্বন্দ্বে দেশে অস্থিতিশীল পরিবেশ, ঘুষের লেনদেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের অস্বীকার এসব বিষয় লেখক অতি দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। গল্পগ্রন্থটি প্রকাশ করেছেন বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান গলুই, ৬৪ পৃষ্টার বইটিতে ১০০ গ্রামের কাগজ ব্যবহার করা হয়েছে। বইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। প্রকাশকাল সেপ্টেম্বর ২০২৪। রকমারি ডটকম ও বাতিঘরসহ দেশের বিভিন্ন লাইব্রেরীতে বইটি পাওয়া যাচ্ছে।