‘বাল্যবিবাহ-যৌতুক ও মাদকের মত অভিশাপকে নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন ও অভিষেক অনুষ্ঠান বিকাল তিনটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

উদ্যাপন পরিষদের চেয়ারম্যান এস এম সাহাব উদ্দিন এর সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসির বাংলাদেশ গ্লোবাল এম্বাসেডর মতিউর রহমান সৌরভ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, বিভাগীয় কমিটির সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, সহ-সভাপতি হারুনুর রশিদ দিদার ও মোঃ নুরুন্নবী মিঞা, শরণ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর অলক বিকাশ বড়ুয়া, পুলিশ কর্মকর্তা সুজন বড়ুয়া।

বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, নুর নবী রাজু, আমির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক আব্দুল কাদের প্রমূখ। কমিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুর জামাল চৌধুরী, লায়ন সুমন চক্রবর্তী, মিজানুর রহমান, মোঃ কামরুল ইসলাম, হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, জাকির হোসেন টিটু, মোহাম্মদ আনিসুল ইসলাম, আব্দুর রউফ, স্বাধীন বর্মন, মুত্তালিব হোসেন, ফজলুল করিম কামাল, মোহাম্মদ জানে আলম রনি, নুরুল হক চৌধুরী, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ রাব্বি হোসেন, মোঃ আলাউদ্দিন, বিপ্লব আচার্য, লাকি আক্তার, সাবরিনা সাবা, নাজমা আক্তার, আমেনা বেগম ডলি, শ্রাবন্তী শুক্লা, নূর কাউছার পারভিন, শারমিন আক্তার, নুর ফাতেমা আইভি সহ আরো অনেকে।

বক্তারা বলেন, যৌতুক মাদক বাল্যবিবাহ এগুলো সামাজিক ব্যাধি। আর এই ব্যাধিকে নির্মূল করতে সরকারি বেসরকারি পদক্ষেপের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, আসুন আপনি আমি আমরা সবাই মিলে বাল্যবিবাহ যৌতুক মাদক নামক অভিশাপ কে সমাজ থেকে নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি। ক্যাম্পেইন অনুষ্ঠানে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বাল্যবিবাহ যৌতুক মাদক কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিকার ও প্রতিরোধের দিক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয় এবং বিভাগীয় কমিটির নির্বাচিত নেতৃবৃন্দের হাতে সনদ সম্মাননা আইডি কার্ড হস্তান্তর করা হয়।