হালদায় নমুনা ডিম ছাড়ার গুজব

হালদায় নমুনা ডিম ছাড়ার গুজব ছড়িয়ে পড়েছে। তবে কোথাও কোন নমুনা ডিম ছাড়ার প্রমাণ মেলেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, স্থানীয়রা না বুঝেই এটাকে নমুনা ডিম বলছে। নমুনা ডিম ছাড়ার অর্থ হচ্ছে-মা মাছ প্রস্তুত। মাছগুলো পরীক্ষা করে দেখছে ডিম ছাড়ার পরিবেশ, প্যারামিটারগুলো ঠিক আছে কিনা। যদি সব অনুকূলে থাকে তবেই ডিম ছাড়বে। মা মাছ নমুনা ডিম ছাড়লে প্রতিটি জালে কম করে হলেও ১০/১৫টি ডিম পওয়া যাবে।

তিনি বলেন, প্রাকৃতিক বিষয়ে কারও নিয়ন্ত্রণ নেই। এমনও হতে পারে জোয়ারের সময় ডিম ছেড়ে দেবে। সবকিছু নির্ভর করছে সময়ের ওপর।

হালদায় নমুনা ডিম ছাড়ার গুজব প্রসঙ্গে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, কোথাও কোন নমুনা ডিম ছাড়ার প্রমাণ মেলেনি। তাই বিভ্রান্ত হবেন না। এ বিষয়ে সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন অপেক্ষা করুন, যিনি নমুনা ডিম ছাড়ার তথ্য দিবেন তিনি নতুন ছবিসহ সঠিক তথ্য দিবেন।

হালদা পাড়ের অধিবাসী সাংবাদিক খোরশেদুল আলম শিমুল বলেন এখনো হালদার কোথাও কোন নমুনা ডিম ছাড়েনি মা মাছ। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকথে হবে। অনেকে প্রতারনা করতেও গুজব ছড়ায়।