স্বেচ্ছাসেবী ঐক্য ফোরাম চট্টগ্রাম’র মতবিনিময় সভা সম্পন্ন

গত ১১ নভেম্বর (সোমবার) সন্ধ্যে ৭ টায় স্বেচ্ছাসেবী ঐক্য ফোরাম, চট্টগ্রাম এর মত বিনিময় সভা চট্টগ্রামস্থ কাজরি দেউরী এ্যাপোলো শফিং কমপ্লেক্স “চট্টগ্রাম ইউনিভাসির্টি ক্যাফে ৩১” মিলনায়তনে জামান-জাহান ফাউন্ডেশনের; প্রতিষ্ঠাতা লেখক ও মানবাধিকারকর্মী মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে লায়ন মোঃ ফারুক আহমেদের সঞ্চালনায় উক্ত আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো.সাজ্জাদ উদ্দিন, ইন্জিনিয়ার মামুনুর রসীদ,মোঃ সাইদুর রহমান মিন্টু,মোহাম্মদ নুর উদ্দিন, মনজুর আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন,একিউএম মোসলেহ উদ্দিন, রুহুল আমিন সালমান,মোহাম্মদ জমির উদ্দিন,আলহাজ্জ মাইন উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক নাসির উদ্দিন,মুকিম বিল্লা, নরেন সাহা, রহমান খোকন,মোহাম্মদ আলী, মোসলে মহসিন, জিয়াউর রহমান,আব্দুল্লাহ আল মামুন, মমিনুল হক খোকন,স্বপ্না জিমি,সালাউদ্দিন কাদের,মোহাম্মদ আলী মুর্তজা,মোহাম্মদ ফয়সাল মুন সহ প্রমুখ।

সকলের মতামতে মানুষ ও মানবতার কল্যানে কি করণীয় তার রূপরেখা তৈরী করনে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,মানবিক সংগঠন আমাদের জীবনকে আলোকিত করে অসহায়, দরিদ্র মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। মানুষকে আত্মবিশ্বাসী করে মানবিক সংগঠন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণার যোগান দেয়।তিনি আরও বলেন,মানবতাকে আলিঙ্গন করতে খুব বেশী অর্থের প্রয়োজন হয়না, প্রয়োজন একটি নির্ভেজাল মন ও উপলদ্ধি। তিনি সকল সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান।