‘এই সরকার ব্যর্থ যেন না হয়, সেক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আরেকটা বিপর্যয় আশা করি না। আমাদের মাথার ওপর এখনও বিপদ আছে। কারণ ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারত। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অর্জন ধ্বংস করে দেয়ার জন্য এখনও কিছু ব্যক্তি চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজস্ব এখতিয়ারে কাজের সুবিধার্থে উপদেষ্টা নিয়োগ করবেন। তবে সেক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন। তারা যেন বিতর্কিত না হয়।

এসময় সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার কথাও বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আন্দোলনের অংশীদার আমরাও। এই সরকার ব্যর্থ যেন না হয়। যারা বাংলাদেশের শত্রু তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়।

অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে। আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সবচেয়ে বড় বিষয় অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন।