‘শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভাবান গড়ে তুলবে’

শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসরের ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি-২৪ এর সিলেবাস ও সাধারণ জ্ঞানের প্রকাশনার মোড়ক উন্মোচন করেছে ফুটন্ত ফুলের আসর প্রকাশনা বিভাগ।

ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি-২৪ এর নির্বাহি প্রধান মুহাম্মদ মহিউদ্দিন সায়েমের সভাপতিত্বে ও পরিচালক আরিফুর ইসলাম ইরফানের পরিচালনায় মোড়ক উন্মোচনের প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ আবু তালেব বেলাল। অতিথি ছিলেন কবি জসীম উদ্দিন মাহমুদ, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব এনামুল হক ছিদ্দিকী, আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী।

উল্লেখ্য বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ২য় শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে। অতিথিবৃন্দ বলেন, শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুলের শিক্ষাবৃত্তি একটি বহুমুখী প্রতিভা অর্জনের উদ্দ্যোগ নিয়েছে। নিশ্চয় শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভাবান গড়ে তুলবে এই শিক্ষাবৃত্তি।