নতুন তিন উপদেষ্টা শপথ নেয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টনের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে দফতর পুনর্বণ্টনের পর তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
অন্যদিকে সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দফতর বণ্টনের পর তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
ব্রি. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন উপদেষ্টা হিসেবে বস্ত্র, পাট ও নৌ-পরিবহনের দায়িত্বে ছিলেন। এখন তাকে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
উপদেষ্টা হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এছাড়া আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এখন থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি।
আর উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি যুব ও ক্রীড়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এছাড়া নতুন উপদেষ্টাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে শেখ বশিরউদ্দীনকে। তবে এখনও কোনো দায়িত্ব দেয়া হয়নি মাহফুজ আলমকে।
এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা, নতুন উপদেষ্টাদের পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।