শফিউল আলম, রাউজানঃ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ আরাফাতের ব্যবস্থপনায়, আলী আহমদ ফকিরের বাড়ীতে, গত ২৮ অক্টোবর সোমবার, বাদে মাগরিব পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্রবার্ষিক ফাতেহা এবং মরহুমা হোসনে আরা বেগম এর ফাতেহা উপলক্ষে তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও মিলাদ মাহফিল এবং জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী।
প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উপদেষ্টা আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী আল মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান মুন্সির ঘাটা শাখার উপদেষ্টা মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী,হাফেজ মাওলানা মুহাম্মদ আহমদুল রাহমান ফয়েজ,মাওলানা আজম উদ্দীন, মুহাম্মদ রাসেদুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মরমি শিল্পী মুহাম্মদ জাহাঙ্গীর আলম।