ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন স্কুলে মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে অনেকগুলো প্রশ্ন ও ব্যাকরণগত ভুল ছিলো। নবম শ্রেনীর ইসলাম শিক্ষার প্রশ্নে ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝ? একই ক্লাসের জীবন ও জীবিকা বিষয়ে প্রশ্নপত্রে সূরা কদর থেকে আমরা কি কি শিক্ষা পাইসহ একাধিক প্রশ্নে ভুল করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলছে তীব্র সমালোচনা।
মুলতঃ নবম শ্রেনীর মডেল টেস্ট পরীক্ষার ইসলাম শিক্ষা, জীবন ও জিবীকা বিষয়ের দুটি প্রশ্নপত্রে প্রত্যেক পৃষ্ঠায় ভুলেভরা এই প্রশ্নপত্রটি দিয়েই এবারের নবম শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছে। বাক্য গঠনে ভুল, প্রশ্ন প্রনয়নে ভুলসহ বিভিন্ন ধরণের ভুল ধরা পড়েছে প্রশ্নপত্রটিতে।
শিক্ষার্থীদের শিক্ষা লাভের প্রাথমিক স্তরে ভুল করে ভুল শেখানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতা কার্যত উঠে এসেছে। প্রশ্নপত্রটি প্রণয়ন করেছেন অনভিজ্ঞ কোন ব্যক্তি বা ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি।
জানা গেছে, গত ২৩ অক্টোবর প্রতিষ্ঠানটিতে নবম শ্রেণির জীবন জিবীকা বিষয়ে মডেল টেস্ট পরীক্ষা নেয়া হয়। এর পরে ২৭ অক্টোবর একই ক্লাসের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রে অনেকগুলো প্রশ্নে ভুল দেখা গেছে। প্রশ্নপত্র পর্যালোচনা করে দেখা যায়, নবম শ্রেনীর ইসলাম শিক্ষা প্রশ্নের ২নং এর শুরুতে ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝ? ভিন্ন বিষয়ের প্রশ্ন ইসলাম শিক্ষায় কিভাবে আসলো? বিষয়টি চাউর হলে তড়িঘড়ি করে প্রশ্ন কেড়ে নেয় কর্মরত শিক্ষক। পরে অন্য প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়।
অপরদিকে গত ২৩ অক্টোবর নবম শ্রেনীর জীবন জিবীকা বিষয়ের প্রশ্নপত্রে ইসলাম শিক্ষার বেশকটি প্রশ্ন দিয়ে মারাত্মক ভুল করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্রের অন্যান্য জায়গায় ব্যাপক শব্দের বানান ভুল লেখা হয়েছে। কিছু জায়গায় ব্যাকরণগত ভুলও পাওয়া গেছে। এভাবে গোটা প্রশ্নপত্রে একাধিক ভুল আছে বলে প্রচার করা হচ্ছে। তবে প্রশ্নপত্র ২ টি ভালো করে ঘেঁটে দেখে সেখানে অসংখ্য অসংগতি বেশি ভুল পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অভিভাবক আবদুল মাবুদ বলেন, এখানকার শিক্ষকরা নিজেদের স্বার্থ দেখেন, গ্রুপিংয়ে সময় দেন। শিক্ষার্থীদের কল্যাণে সময় বের করার চিন্তা তাদের নেই। তারা গ্রুপিংয়ে সময় বেশি দেন, মনোযোগ সহকারে প্রশ্নপত্র তৈরি করেন না। এর ফলে প্রশ্নে ভুল থেকে যায়।
কিশলয় স্কুলের সাবেক শিক্ষক প্রতিনিধি মোখতার আহমদ ইমরান বলেন, নবম শ্রেনীর ইসলাম শিক্ষা, জীবন জিবীকা বিষয়ে এত বড় ভূল হলে জড়িত শিক্ষক শোকজ হওয়ার কথা। এই বিষয়ে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন।
এসব বিষয়ে জানতে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামের বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিভিন্ন ব্যস্ততা ও অন্যান্য কারণে অনিচ্ছা সত্ত্বেওপ্রশ্নে ভুল রয়েছে। যথাযথভাবে প্রুফ দেখা সম্ভব হয়নি। কর্তব্যে অবহেলা করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ইচ্ছাকৃত না হলেও তা এড়ানোর সুযোগ নেই।
চাকরিযা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঐ প্রশ্নপত্র বিশ্লেষণ ও পর্যালোচনা করা হবে। এ জন্য পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ করা হবে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।