ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় যেন অর্থবহ হয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দ্রুত সংস্কার করে গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতে হবে।
শনিবার (২৬ অক্টোবর) ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা একটা সংকটকাল অতিক্রম করছি। অন্তবর্তী সরকার জোর করে বসেনি, আমাদের সমর্থন নিয়েই বসেছে। তবে বিজয় যেন অর্থবহ হয়, বিজয়ের ফল যেন জনগণ পায়।
নজরুল ইসলাম খান আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে সরকারকে খেয়াল রাখতে হবে। যত দ্রুত সম্ভব সংস্কার করে গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতে হবে।