কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণ বেড়েই চলেছে, জনমনে আতঙ্ক!

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন বিভিন্ন পাহাড়ী এলাকায় হঠাৎ বেড়েছে বন্যহাতির আক্রমণ। বন্যহাতির পাল লোকালয়ে এসে মানুষের ঘরবাড়ি ভাংচুর সহ ফসলাদি নষ্ট করছে।

এতে উপজেলার বিভিন্ন স্থানে জানমালের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ হয়েছে কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের ব্যারাক। এসময় ব্যারাকের রুমে পুলিশ সদস্য না থাকায় বন্যহাতির আক্রমণ থেকে প্রাণে বেঁচে যায় তিনি। এতে জনমনে আতংক বিরাজ করছে।

কাপ্তাই পুলিশ সার্কেল অফিস সূত্রে জানা গেছে, ৩টি বন্যহাতির একটি দল ওইদিন মধ্যরাতে হঠাৎ এসে সার্কেল অফিসের ব্যারাকে প্রবেশ করে। এসময় ১টি হাতি পুলিশ ব্যারাকের একজন সদস্যের রুমের দরজা, জানালা ভাংচুর করে ভিতরে প্রবেশ করে। রুমের জিনিসপত্র সব এলোমেলো করে খাবারের সন্ধান চালায়। পরে খবর পেয়ে কাপ্তাই নৌবাহিনীর ঘাঁটি থেকে হাতি তাড়ানোর একটি টিম ঘটনাস্থলে এসে হুইসেল বাজিয়ে হাতিগুলো তাড়িয়ে দেয়। তবে ওইসময় রুমে পুলিশ সদস্য না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে এরআগে গত ১৬ অক্টোবর বন্যহাতির আক্রমনে কাপ্তাই সীতার ঘাট মন্দিরের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় বন্যহাতির পাল মন্দিরের কয়েকটি রুম সহ মন্দিরের পাশের কয়েকটি বাগানেও তান্ডব চালায়। এতে বাগানের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া কাপ্তাইয়ের ব্যঙছড়ি, ডংনালা, রাইখালী, চিৎমরম সহ বেশ কয়েকটি এলাকায় হঠাৎ করে বন্যহাতির আক্রমণ বৃদ্ধি পেয়েছে। বনে খাদ্য সংকটের কারণে বন্যহাতির দল লোকালয়ে এসে হামলা করছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়।

এবিষয়ে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরী জানান, বন্যহাতির বিচরণক্ষেত্র সমূহে মানুষ বিভিন্ন স্থাপনা করেছে। ফলে বন্যহাতির পাল লোকালয়ে চলে আসছে। তবে বন্যহাতি কিংবা বন্য প্রাণীর ওপর আক্রমন করা যাবেনা। বন্য প্রাণীর ওপর আক্রমন করা দন্ডনীয় অপরাধ। তবে বন্যহাতি দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আবেদনের প্রেক্ষিতে বনবিভাগ থেকে সহযোগীতা করা হবে। প্রসঙ্গত, প্রায় সময় কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে লোকালয়ে বন্য হাতির দল আক্রমণ করার খবর পাওয়া যাচ্ছে। এতে জানমালের ক্ষয়ক্ষতির একাধিক ঘটনা ঘটেছে। বন বিভাগ থেকে বলা হয় হাতির চলাচলের এলাকায় বসতঘর নির্মাণের ফলে খাদ্য সংকট সৃষ্টি হওয়ায় হাতি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে। কিন্তু বন বিভাগ থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। ফলে দিনদিন বন্য হাতির উৎপাত বেড়েই চলছে।