‘‘সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে বইয়ের ভূমিকা অনস্বীকার্য’’

শিক্ষাবিদ প্রাবন্ধিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তীর রাসোরস ও রহস্য গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সমাজসেবী অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী রচিত রাসোরস ও রহস্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান এবং পাঠ আলোচনা ২১ অক্টোবর(সোমবার) বিকেল ৫ টায় বাতিঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রাবন্ধিক গৌতম কানুনগো এর সভাপতিত্বে এতে পাঠ আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সদসঙ্গের সভাপতি সুধীর বিকাশ দেব, বিশিষ্ট ধর্ম তত্ত্ববিধ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সরিখ প্রকাশন এর সম্পাদক লেখক সরিৎ চৌধুরী, অনুভুতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক শিক্ষাবিদ, প্রাবন্ধিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী।

সংস্কৃতীকর্মী অনুপম নাথের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, লায়ন দিলীপ চক্রবর্তী, আবৃত্তিকার সৌভিক চৌধুরী, কবি আসিফ ইকবাল, এড. তন্দ্রা চক্রবর্তী।

উপস্থিত ছিলেন গোপা ভট্টাচার্য, শর্মিষ্টা দাশ, সুরেশ আচার্য্য প্রমুখ। সভায় আলোচকরা বলেন বই মানুষের মনকে আলোকিত করে। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে বইয়ের ভুমিকা অনস্বীকার্য। মন ও মননে সমৃদ্ধ হতে গেলে সবাইকে বইয়ের দ্বারস্থ হতে হয়। সময়োপযোগী প্রকাশনা মানুষকে ঋদ্ধ করে। নতুন চেতনার আহবান জানায়। রাসোরস ও রহস্য রহস্য বইটিতে রসরাজ ভগবানের সাথে ভক্তের মিলনের সুর ধনিত হয়েছে। রসকে কিভাবে রাসে রুপ দেয়া যায়, এই গ্রন্থের লেখক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী দেখিয়ে দেন। জীবত্না আর পরমাত্নার মহামিলনই রাস। গ্রন্থকার বিভিন্ন প্রবন্ধে সেরকম আভাস দেয়ার চেষ্ঠা করেছেন।