চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক।
এ সময় ছাত্রপ্রতিনিধিসহ জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্য বেচাকেনার রশিদ সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।