সাতকানিয়া-লোহাগাড়ার নমুনা পরীক্ষা হবে কক্সবাজার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি :
করোনার হটস্পট হিসেবে চিহ্নিত চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার লোকজন দ্রুত করোনা রিপোর্ট পেতে আগামী ৫ মে থেকে নমুনা পরীক্ষা করা হবে কক্সবাজার ল্যাবে। শনিবার (২ মে) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় করোনা বিষয়ক সেলের সমন্বয়কারী ডা : আ ম ম মিনহাজুর রহমান তাঁর ফেসবুক আইডিতে দেয়া তথ্যে এ বিষয়টি জানা যায়।
ডা : আ ম ম মিনহাজুর রহমান জানান, নমুনাজট এড়াতে চট্টগ্রামে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত সাতকানিয়া ও লোহাগাডা উপজেলার নমুনা পরীক্ষা হবে কক্সবাজারে। চট্টগ্রাম বিআইটিআইডি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাকেন্দ্র দু’টি নমুনাজটে নাকাল। নমুনা গ্রহণের ৬/৭ দিন পর মিলছে রিপোর্ট। ফলে সাতকানিয়ায় নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার কমছিলো দিন দিন। আজ শনিবার এ বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নজরে এনে সাতকানিয়া ও পার্শ্ববর্তী লোহাগাডা উপজেলার নমুনাসমূহ কক্সবাজারে স্থাপিত পরীক্ষাকেন্দ্রে করার সিদ্ধান্ত প্রদানের অনুরোধ করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। এরই প্রেক্ষিতে মহাপরিচালক সম্মতি জ্ঞাপন করে এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। তিনি আরো জানান, কক্সবাজারেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ওই কেন্দ্রেও নমুনা সংগ্রহের হারও পাল্লা দিয়ে বাড়ছে দিন দিন। তবু তা চট্টগ্রামের চেয়ে তুলনামূলক অনেক কম। তাই সাতকানিয়া-লোহাগাডার নমুনা কক্সবাজারে পরীক্ষা করানোর এ সিদ্ধান্তে এ দুই উপজেলাবাসী উপকৃত হবে। এতে কোন সন্দেহ নেই।
চট্টগ্রাম বিভাগীয় করোনা বিষয়ক সেলের সমন্বয়কারী ডা: আ ম ম মিনহাজুর রহমান আরো জানান, এ ব্যাপারে আমি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ’র সাথে কথা বলেছি। তিনি আগামী ৫ মে থেকে এ দুই উপজেলার নমুনাসমূহ কক্সবাজারে পরীক্ষার করানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অবগত হয়েছি। এটি খুবই ভালো উদ্যোগ। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কক্সবাজার ল্যাবে পরীক্ষার জন্য করোনা ভাইরাসের নমুনা প্রেরণের কোন অফিসিয়াল নির্দেশনা পাননি বলে জানান তিনি।
এদিকে, চট্টগ্রামের করোনার নমুনা পরীক্ষার জট কমাতে এমন উদ্যোগ গ্রহণ করায় লোহাগাড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়াবাসী।