সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল, তবে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
বিচারপতিদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আজ রোববার (২০ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে শুরু হয়। এ সময় আপিল বিভাগ থেকে এ রায় দেওয়া হয়।