কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক সন্ত্রাসীরা আরও দুই কৃষককে অপহরণ করেছে। এ ছাড়া বেলাল উদ্দিন নামে অপহৃত আরেক যুবককে গত তিনদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কম্বনিয়াপাড়ার পাহাড়সংলগ্ন কৃষিজমি থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন: কম্বনিয়াপাড়ার নুরু ইসলামের ছেলে মো. আবছার (২৮), পূর্ব মহেশখালিয়াপাড়ার ফকির মোহাম্মদের ছেলে নুরুল আলম (২৩)।
এ ছাড়া গত শনিবার (১২ অক্টোবর) অপহৃত যুবকের নাম বেলাল উদ্দিন (৩২)। তিনি বাহারছড়া ইউনিয়নের শিলখালি এলাকার আলী আহমদের ছেলে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, কম্বনিয়াপাড়ার পাহাড়সংলগ্ন জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষককে অপহরণ করা হয়। পাহাড়ে অবস্থান নেয়া রোহিঙ্গা সন্ত্রাসীরা এ অপহরণে জড়িত। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এবং কোনো ধরনের মুক্তিপণ দাবিও করেনি কেউ। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে অবহিত হওয়ার পর পুলিশ উদ্ধারে কাজ করে যাচ্ছে।
এ দিকে গত শনিবার (১২ অক্টোবর) রাতে টেকনাফের বাহারছড়া থেকে অপহৃত বেলাল উদ্দিনকে ৩ দিন পরও উদ্ধার করা সম্ভব হয়নি।
স্বজনরা জানান, সন্ত্রাসী এখনও ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে যাচ্ছে। এত টাকা দেয়া সম্ভবও হচ্ছে না। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর থেকে অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভোক্তভোগীদের তথ্যমতে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩২ জনকে অপহরণ করা হয়। এরমধ্যে ৭৭ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৭ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।