করোনার ভয়কে জয় করার প্রত্যয় সিএমপির

করোনাভাইরাসের বিস্তার রোধে চট্টগ্রাম মহানগর পুলিশের সব সদস্যদের সতর্ক করার লক্ষ্যে শুক্রবার রাতে বিশেষ ব্রিফিং প্যারেডে করোনাভাইরাসের ভয়কে জয় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

মহানগর পুলিশের সাত হাজার অফিসার-ফোর্সের এই প্যারেডে করোনাভাইরাসের ভয়কে দূর করে রাষ্ট্রীয় বৃহত্তর স্বার্থে নিজদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

নগর পুলিশের ১১ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পর পুলিশ সদস্যদের মনোবল চাঙা রাখতেই এমন বিশেষ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হলো। এতে সর্বস্তরের পুলিশ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে এবং ব্যারাক থেকে অংশ গ্রহণ করেন।

বিশেষ ব্রিফিং প্যারেডে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক উপস্থিত ছিলেন।

বিশেষ ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান করোনাভাইরাস থেকে নিজদের কীভাবে রক্ষা করতে যাবে, দুর্ভাগ্যজনকভাবে আক্রান্ত হলে কীভাবে মনোবল চাঙা রেখে একে অপরকে সহযোগিতা করতে হবে এবং রাষ্ট্রীয় বৃহত্তর স্বার্থ রক্ষার্থে নিজদের দায়িত্ব গতিশীলভাবে পালন করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এই সময় কমিশনার অফিসার ফোর্সদের খাবার, আবাসিক পরিবেশ ও তাঁদের স্বাস্থ্যগত বিষয়ে বক্তব্য শোনেন এবং বেশ কিছু বিষয়ে সমাধানমূলক নির্দেশনা দেন।

কমিশনার মো. মাহাবুবর রহমান তাঁর বক্তব্যে বলেন, অফিসার ফোর্সদের মনোবল চাঙা রাখতে প্রত্যেক ব্যারাকে দ্রুতগতির ওয়াইফাই সুবিধা, শারীরিক যে কোনো অসুস্থতার জন্য হটলাইন চালু, প্রত্যেক ব্যারাকে হ্যান্ডওয়াশ ও গরমপানির ব্যবস্থা, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আর্থিক প্রণোদনা প্রদান ও চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।