রাউজানে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে দুর্গোৎসব শুরু

শফিউল আলম, রাউজানঃ রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যেগে মহা ষষ্ঠীতে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টেম্বর) রাতে রাউজান সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতি পূজা মন্ডপে আনুষ্ঠানিক উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রাউজান পৌরসভা পূজা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব) ও সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী। পূজার সূচনা পর্বে উলুরধনীতে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়।পরে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের নেতা বিপ্লব কান্তি দাশ, ত্রিফল চৌধুরী, পিকলু চৌধুরী,শয়ন দাশ তপন চৌধুরী ( মনু) ওমেল সরকার, পার্থ পালিত (টুন্টুক), বিজয় পালিত, অভি চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মালস্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপন করা আহবান জানান। একই সাথে সনাতন সমাজের ৮ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান অন্তবর্তী কালীন সরকারকে। দুর্গাপূজার একদিন ছুটি বাড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় সরকারকে।

উদ্ধোধনী অনুষ্ঠানে সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতি সভাপতি উত্তম পালিত, সম্পাদক কমল দে বিপ্লব সহ পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।