‘নিরাপদ অভিবাসনে সচেতনতা ও দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই’

সেলিম উদ্দীন, ঈদগাঁও: নিরাপদ অভিবাসনে জনসচেতনতা ও দক্ষ জনশক্তি প্রেরণের বিকল্প নেই। বিদেশগামীরা দক্ষ হয়ে বিদেশ যেতে পারলে কাজের যেমন স্থায়ীত্ব নিশ্চিত হবে, তেমনি উচ্চ বেতন ভাতা অর্জন করে দেশে দ্বিগুণ রেমিট্যান্স পাঠানে সম্ভব হবে।

এনজিও সংস্থা “প্রত্যাশী” কর্তৃক বাস্তবায়নাধীন ‘সিমস’ প্রকল্পের উদ্যোগে ঈদগাঁও উপজেলা পর্যায়ে নতুন এ প্রকল্প অবহিতকরণ সভায় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে উক্ত কথা গুলো বলেন।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয় হলরুমে এ সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। প্রত্যাশী সিমস প্রকল্প ম্যানেজার বশির আহম্মদ সূফি মনির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যাশীর এরিয়া ম্যানেজার আব্দুল মাবুদ, প্রকল্প আইন সহায়তা কর্মকর্তা এডভোকেট বিশ্বজিৎ ভৌমিক, ব্রাক এনজিও সংস্থার জেলা ব্যবস্থাপক মুমিনুল হক, ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতিনিধি ডাঃ তৃণা শাহা, ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিনিধি সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রশিদা খাতুন।সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যাশী সিমস প্রকল্পের উপজেলা সম্ময়কারী আলী আজগর।

উপস্থিত ছিলেন সোশ্যাল মবিলাইজার আখি পাল, সজল দাশ, আব্দুল ওয়াহাবন ও রিয়া মালেকা প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় প্রবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ন, নিরাপদ অভিবাসন, আইনগত সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন, মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটি টেকসইকরণসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন সভায় অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।