কাপ্তাইয়ে অসহায়দের মাঝে হাঁস-শেড-ওষুধ বিতরণ করলেন সেনা ব্যাটালিয়ন

মোঃ নজরুল ইসলাম লাণলু, কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাইয়ের ১০ আরই সেনা ব্যাটালিয়ন কর্তৃক অসহায় দুস্থ পরিবারের মাঝে হাঁস, শেড, খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাধীন মগবান ইউনিয়নের গবাগনা এলাকায় সেনা প্রধানের দিক নির্দেশনায় অসহায় দুস্থ পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হাঁস, শেড, হাঁসের খাবার ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি দুস্থ পরিবার গুলির মাঝে এসব বিতরণ করেন। এসময় তিনি বলেন, দারিদ্র পরিবার সমুহকে বিকল্প কর্ম সংস্থানের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা আনায়নের উদ্দেশ্যে ১০ আর ই ব্যাটালিয়ন কাজ করছে। এধরনের কাজ আগামীতেও অব্যাহত থাকবে বলে তিন জানিয়েছেন।