মিরসরাইয়ে কাবাডি প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন আবুতোরাব উচ্চ বিদ্যালয়

মিরসরাই উপজেলা স্কুল-মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫১তম কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) মারুফ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়, বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়, মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মারুফ মডেল উচ্চ বিদ্যালয় অংশ নেয়।

প্রতিযোগিতার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক দিদারুল আলম।

মেয়েদের খেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।