দূর্গাপূজা উপলক্ষে কাপ্তাই বিএনপির বিভিন্ন মন্দির পরিদর্শন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা ৬টি মন্দির পরিদর্শন ও আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন কাপ্তাই উপজেলা বিএনপি।

সোমবার (৭অক্টোবর) বিকালে উপজেলার রাইখালী বাজার কালী মন্দির পরিদর্শন করেন, রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ, জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক মেম্বার, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর তালুকদার, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোইমং মারমা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দার আলূ রাসেল, যুগ্ম আহ্বায়ক সাহাদাত, সদস্য শুক্কুর, কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বিএনপির নেতৃবৃন্দ শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালন করা সহ উদযাপন কমিটির নেতৃবৃন্দর সাথে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন।