শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে লকডাউন অমান্য করে চলাচল করছে সিএনজি অটোরিক্সা সহ যানবাহন জনসমাগম হচ্ছে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন দায়িত্ব পালন করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে । করোনা সংক্রমক থেকে রক্সা করার জন্য রাউজান উপজেলাকে লকডাউন ঘোষনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । লকডাউন চলাকালে জরুরি সেবা সংস্থা ব্যতিত কোন ধরনের যানবাহন চলাচল নিষিদ্ব করা হয় । ঔষধ, খাদ্য, কাচাঁবাজার ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্টান বন্দ্ব রাখার নির্দেশ দেওয়া হয় । রাউজানে লকডাউন অমান্য করে এলাকার মানুষ ঘর থেকে বের হয়ে হাটে বাজারে ষ্টেশনগুলোতে জনসামাগম করছে । রাউজানের বিভিন্ন এলাকায় হাট বাজারগুলো সামজিক দুরত্ব বজায় রেখে কেনা কাটা করার জন্য খেলা মাঠে বাজার বসানো হয়েছে । লকডাউন অমান্য করে রাউজান ফকির হাট বাজার, মুনিসর ঘাটা, জলিল নগর বাস ষ্টেশন, হলদিয়া অমির হাট, রমজান আলী হাট, পাহাড়তলী চৌমুহনী, গশ্চি নয়া হাট, লাম্বুর হাট, নোয়াপাড়া পথের হাট, নোয়াপাড়া চৌধুরী হাট, কাগতিয়া বাজার, গহিরা চৌমুহনী, নোয়াজিশপুর নতুন হাট, ফতেহ নগর বাশডুয়াতল বাজার, ফকিরটিলা বাজার, জানিপাথর বাজার, কদলপুর সোমবাইজ্যার হাট, ঈশান ভট্টের হাট, নাতেয়ান বাগিচা বাজার গুলোতে কাপড়ের দোকান, হার্ডওয়ারের দোকান প্রসাধনী সামগ্রীর দোকান, জুতার দোকান, খোলা রেখে ক্রেতাদের কাছে বিক্রয় করছে কাপড়, জুতা, হার্ডওয়ার সামগ্রী । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, চট্টগ্রাম কাপ্তাই সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, নোয়াপাড়া কচুখাইন সড়ক, লাম্বুর হাট সড়ক, উরকির চর এন্ডারসন সড়ক, বড়ঠাকুর পাড়া সড়ক, আইলী খীল, রশিদর পাড়া সড়ক, ডাবুয়া রাবার বাগান ও হিংগলা সড়ক, রোয়াাই্গংা বিল সড়ক, হজরত এয়াসিন শাহ সড়ক, হলদিয় ভিলেজ রোড, চিকদাইর সাহেব বাড়ী সড়ক, পাঠান পাড়া সড়ক, অদুদিয়া সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কে সিএনজি অটোরিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, ইট ভর্তি ট্রাক ও জীপ, টমটম, রিক্সা চলাচল করছেন । লকডাউনের যানবাহন চলাচল প্রতিরেধি রাউজান থানা ও রাউজান হাইওয়ে থানার পুলিশ যৌথকাবে চট্টগ্রাম রাঙ্গামাটি মহসড়কের পশ্চিম গহিরা হালদা সেতু সংগ্লন্ন এলাকায় ও রাউজান রাবার বাগান এলাকায় চেক পোষ্ট বসিয়েছে । চট্টগ্রাম কাপ্তাই সড়কের মদুনাঘাট ব্রীজ এলাকায় ও নোয়াপড়া পথের হাটে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির পুলিশ চেকপোষ্ট বসিয়েছে । চট্টগ্রাম কাপ্তাই মহসড়কের পাহাড়তলী ইউনিয়নের চুয়েট সংগ্লন্ন এলাকায় চুয়েট পুলিশ ফাড়ির পুলিশ চেক পোষ্ট বসিয়েছে। সিএনজি অটো রিক্সা ও ব্যটারী চালিত রিক্সা, জীপ, টমটম পুলিমের চেকপোষ্টকে ফাকিঁ দিয়ে ভেতরের সড়ক গুলেঅ দিয়ে যাত্রী ও মালামাল বহন করছে । লকডাউন চলাকালে কাপড়ের দোকান, জুতার দোকানের একটি দরজা খোলা রাখা হয় । খোলা দরজা দিয়ে ক্রেতারা দোকানের ভেতর প্রবেশ করে কেনাকাটা করছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভুমি সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য নিয়ে অভিযানে বের হলে কাপড়ের দোকান ও জুতার দোকানগুলোর দরজা বন্দ্ব করে দেয় ব্যবসায়ীরা । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন রাউজান ফকির হাট বাজার সহ রাউজানের বিভিন্ন এলাকায় অভিযাণ চালিয়ে ব্যবসা প্রতিষ্টান খেলা রাখায় জরিমানা আদায় করা হয়েছে । সেনাবাহিনী, পুলিশের সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমক থেকে সাধারন মানুষকে রক্ষা করতে দায়িত্ব পালন করছেন ।