কাপ্তাই (রাঙামাটিি) প্রতিনিধি: কাপ্তাই ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায়। ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নতুন বাজার থেকে জেটিঘাট হয়ে আবার নতুন বাজারে এসে শেষ হয়।
পরে এক সভা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন মামুন সহ জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আ’লীগ দীর্ঘ ১৫টি বছরে দেশকে রামরাজত্বে পরিনত করেছে।
এখনো তাদের প্রেতাত্মা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে । আমরা তা আর বাংলার মাটিতে করতে দেবনা।