বিলাইছড়ির গাছকাটা ছড়ি জামে মসজিদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের গাছকাটা ছড়ি জামে মসজিদে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত গাছকাটা ছড়ি জামে মসজিদ পরিচালোনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে ওই মাহফিল অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালোনা কমিটির সভাপতি ৩২ বীর মেজর এম ফয়সাল ফাহাদ।

প্রধান অতিথি ছিলেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন সাইফী। বক্তব্য রাখেন গাছকাটা ছড়ি মসজিদের ইমাম ও খতিব মো.সবুজ আলী, মাওলানা মামুন হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো.বাবলু রানা প্রমুখ। প্রধান মেহমান বলেন, আমরা কুরআন হাদিস ও নামাজ ছেড়ে দেয়ার ফলে সংসারে সুখ,শান্তি বিনষ্ট হচ্ছে। সামাজ তথা রাষ্ট্রে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা সবাই মিলে কুরআন, হাদিস অধ্যায়ন করলে সমাজ তথা রাষ্ট্রে শান্তি ফিরে আসবে।